Site icon Jamuna Television

বোয়ালমারীতে যুবককে কুপিয়ে হত্যা

বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে মেহেদি মৃধা (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জুন) রাত ১০টার দিকে বোয়ালমারী পৌরসদরের রায়পুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মেহেদি মৃধা পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডের কামারগ্রাম মৃধা বাড়ি এলাকার সালাম মৃধার ছেলে এবং তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে নিহতের বাড়ির পাশে সুমনের দোকানের কথা বলে বাড়ি থেকে বের হন মেহেদি। পরে রাত ১০টার দিকে রায়পুর এলাকায় হেলাল মিয়ার মুরগি ফার্মের পাশে তাকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। মারাত্মক জখম অবস্থায় পুলিশের সহায়তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

নিহতের স্ত্রী সোনিয়া বেগম জানান, রাত ৯টার দিকে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশে সুমনের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আমার স্বামী মেহেদী মৃধা। প্রায় ঘণ্টাখানেক পর শুনতে পাই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জমাজমি নিয়ে বাড়ির পাশে সাইদদের সাথে তাদের বিরোধ চলছিল। তারা আমাদের (নিহত ব্যক্তির) নামে মামলা করেছে। তারাই আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। আমার ছোট ছোট দুটি মেয়ে রয়েছে তাদের নিয়ে কীভাবে বাঁচবো। স্বামীকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি দাবি করছি।

এ ব্যাপারে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আজিজুল বলেন, কয়েকদিন আগে ওই এলাকায় ঘরজামাই থাকা সাইদদের সাথে মেহেদীদের গণ্ডগোল হয়। সেই গণ্ডগোলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ সাইদকে আটক করেছে বলে জানতে পেরেছি।

বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্রের আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। সোমবার লাশের ময়নাতদন্ত করা হবে। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে মনে হয়েছে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আটক অভিযান অব্যাহত রয়েছে।

ইউএইচ/

Exit mobile version