Site icon Jamuna Television

সেল্টা ভিগোর কাছে হারলো বার্সা

লা লিগায় সেল্টা ভিগোর কাছে ২-১ গোলে হেরেছে আগেই লিগ শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা। দারুণ এক জয়ে পরের মৌসুমে লা লিগায় টিকে রইলো তারা।

ম্যাচের ১১ মিনিটে সেল্টার জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন ফ্র্যাঙ্ক কেসি। তবে অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় গোলটি। ৪১ মিনিটে সেল্টার অস্কার রদ্রিগেস জালে বল পাঠালেও পরিষ্কার অফসাইডে ছিলেন তিনি। তবে ৪২ মিনিটে ডান পায়ের দারুণ শটে দলকে এগিয়ে নেন ভেইগা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ছন্দহীন ছিল বার্সা। ম্যাচের ৬৩ মিনিটে দ্বিতীয় গোল হজম করে তারা। চমৎকার গোলে দলকে জয়ের পথে এগিয়ে নেন ভেইগা। ৭৯ মিনিটে আনসু ফাতির গোলে ব্যবধান কমালেও বাকি সময়ে আর তেমন কিছু করে দেখাতে পারেনি বার্সেলোনা। হার নিয়েই মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়নদের।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

চ্যাম্পিয়ন বার্সেলোনা আসর শেষ করলো ৮৮ পয়েন্ট নিয়ে। তাদের সঙ্গে আগেই চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে খেলা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ (৭৮), আতলেতিকো মাদ্রিদ (৭৭) ও রিয়াল সোসিয়েদাদ (৭১)।

ইউএইচ/

Exit mobile version