দোনেৎস্ক এলাকায় ইউক্রেনের অনুপ্রবেশ এবং হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে রুশ বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রোববারের এ অভিযানে আড়াইশ’র মতো ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, রোববার সকালে দোনেৎস্কের দক্ষিণাঞ্চলীয় পাঁচটি ফ্রন্টলাইনে একযোগে হামলা চালানো হয়। দাবি- ইউক্রেন সশস্ত্র ছয়টি পদাতিক বাহিনী এবং দুই ট্যাংক ব্যাটেলিয়ন নিয়ে সীমান্তে অনুপ্রবেশ করে। অবশ্য রাশিয়ার প্রতিরোধ বাহিনীর সামনে টিকতে পারেনি ইউক্রেন।
জানানো হয়, এ হামলায় অন্তত ১৬টি ট্যাংক, ২৪টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। প্রাণ হারিয়েছেন আড়াইশ’র মতো সেনা। এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ।
রাশিয়া গত বছরের সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে ইউক্রেনের যে ৪টি অঞ্চল নিজ ভূখণ্ডের অংশ দাবি করে; তার অন্যতম একটি অঞ্চল হচ্ছে দোনেৎস্ক।
ইউএইচ/

