Site icon Jamuna Television

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজলউড

ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারছেন না অজি পেসার জশ হ্যাজলউড। ডানহাতি এই ফাস্ট বোলার ছিটকে যাওয়ায় দলে জায়গা পেয়েছেন আরেক পেসার মাইকেল নেসের। ইএসপিএন ক্রিকইনফোর খবর।

দ্য ওভালে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কাই যেন খেলো অস্ট্রেলিয়া। গত আইপিএলে একিলিস ও সাইড স্ট্রেইনের চোটে পড়ে দেশে ফিরতে হয়েছিল এই অজি পেসারকে। হ্যাজলউডের চোট নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, সে মাঠে ফেরার খুব কাছেই রয়েছে। তবে আসন্ন ব্যস্ত সূচিকে সামনে রেখে এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

এদিকে ১২ মাসের বিরতি দিয়ে টেস্ট খেলতে নামছেন মাইকেল নেসের। ২০২১-২২ অ্যাশেজে তার টেস্ট অভিষেক হয়েছিল। মাত্র দু’টি টেস্ট খেললেও প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ অভিজ্ঞ এই পেসার। সম্প্রতি ইংলিশ কাউন্টিতে গ্লামারগনের হয়ে পাঁচ ম্যাচে ১৯ উইকেট নেন নেসের।

/এম ই

Exit mobile version