Site icon Jamuna Television

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড ঘোষণা

ছবি: সংগৃহীত

চলতি মাসের ১৬ জুন এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদার লড়াই, অ্যাশেজ। ৫ ম্যাচ সিরিজের অ্যাশেজের প্রথম দুই ম্যাচের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। এবার স্কোয়াড ঘোষণা করলো স্বাগতিক ইংল্যান্ড।

এজবাস্টন ও লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম দুই টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি (দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড)।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে বদল আনেনি ইংলিশরা। ১৬ জনের স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন জশ টাঙ। লর্ডসে আইরিশদের বিপক্ষে টেস্টে সেরা একাদশে না থাকলেও অ্যাশেজের প্রথম দুই ম্যাচের জন্য বিবেচনায় থাকবেন জেমস অ্যান্ডারসন এবং ওলি রবিনসন।

অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড

বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো রুট, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক লিচ, বেন ডাকেট, জ্যাক ক্রলি, ম্যাথু পটস, ওলি রবিনসন, ড্যান লরেন্স, ক্রিস ওকস, মার্ক উড ও জশ টাঙ।

/আরআইএম

Exit mobile version