Site icon Jamuna Television

বন্যায় বিপর্যস্ত জাপান, নিহত ১

মৌসুমী বৃষ্টি ও প্রলয়ংকারী বন্যায় বিপর্যস্ত জাপান। এরইমধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩ বাসিন্দা। খবর দ্য গার্ডিয়ানের।

গত সপ্তাহেই ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘মাওয়ার’ দেশটির দক্ষিণাঞ্চল অতিক্রম করে। যার প্রভাবে শুক্রবার থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড করা হয়েছে ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় দেখা দিয়েছে বন্যা, কিছু এলাকায় হচ্ছে ভূমিধসও। আইশি এলাকায় এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে প্রাণ গেছে তার।

এদিকে, ওকামায়া শহরে নিখোঁজ আরও ৩ বাসিন্দা। দুর্গত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। রাজধানী টোকিওতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সব বুলেট ট্রেনের চলাচল।

এসজেড/

Exit mobile version