Site icon Jamuna Television

জাতীয় পার্টির ঢাকা জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন শুরু

দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির অন্যতম শক্তিশালী ইউনিট ঢাকা জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া দলীয় কার্যালয়ের মাঠে সোমবার (৫ জুন) সকাল ১১টা থেকে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়েছে। এতে প্রধান অতিথি রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সম্মেলনের উদ্বোধন করেন দলের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

নির্ধারিত সময়ের আগেই দলে দলে মিছিল নিয়ে শত শত নেতাকর্মী আসেন সমাবেশস্থলে। সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা জেলা জাতীয় পার্টির প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের মাঝে কয়েকদিন ধরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ করা গেছে। নেতাকর্মীরা আশা করছেন, আসছে জাতীয় নির্বাচন ইস্যুতে আজ এখান থেকেই দিক নির্দেশনা নিয়ে ঘরে ফিরবেন।

/এম ই

Exit mobile version