Site icon Jamuna Television

পেঁয়াজ আমদানির ঘোষণায় স্থানীয় বাজারে প্রভাব নেই

ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। রোববার (৫ জুন) কৃষি মন্ত্রণালয় থেকে আমদানিতে অনুমতিপত্র প্রদানের ঘোষণা এলে এরপর থেকে কার্যক্রম শুরু হয়। তবে পেয়াজের বাজারে এর কোনো প্রভাব পড়েনি।

প্রায় ২০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে আগে থেকেই আবেদন করে রেখেছেন হিলিবন্দরের ব্যবসায়ীরা। বলছেন, অনেক এলসির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। সেসব হালনাগাদ করার জন্যে ব্যাংকারদের সাথে আলোচনা চলছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, ব্যবসায়ীরা বলছেন, আমদানি শুরু হলে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমে আসবে। প্রায় দেড় মাস ধরে লাগামহীনভাবে বেড়েছে দাম। ৪০ টাকা পেঁয়াজের কেজি এখন মানভেদে ৯০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে।

/এমএন

Exit mobile version