Site icon Jamuna Television

ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে, তাই আগামী নির্বাচন চ্যালেঞ্জের: প্রধানমন্ত্রী

ফাইল ছবি।

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে জানিয়ে আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ যখন উন্নয়নের পথে থাকে, তখন দেশেরই কিছু কুলাঙ্গার দেশবিরোধী অপপ্রচারে যুক্ত হয় বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৫ জুন) দুপুরে গণভবনে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। নির্বাচন সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে চায় আওয়ামীলীগ। এরই উদ্দেশ্যে মূল দল ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় মাঠ পর্যায়ের নেতাদের বক্তব্য শোনার পর নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিদেশি অনুদান লাভের আশায় কিছু মানুষ দেশবিরোধী ষড়যন্ত্র করছে। যারা দেশের গণতন্ত্র হরণ করেছে, তারাই এখন গণতন্ত্র নিয়ে কথা বলছে।

তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগে আওয়ামী লীগই সবার আগে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

/এমএন

Exit mobile version