Site icon Jamuna Television

মেসিকে স্প্যানিশ ফুটবলে ফেরাতে ‘সবুজ সংকেত’ লা লিগার

ছবি: সংগৃহীত

ফরাসি ক্লাব পিএসজিকে বিদায় বলার পর কোথায় গড়াচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তির ভবিষ্যৎ, এমনটা আলোচনার শীর্ষে। সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরার কথা হচ্ছে বলেও গুঞ্জন রয়েছে। মেসি ও বার্সার দু’পক্ষ সম্মত থাকলেও বাধা ছিল লা লিগার নানা জটিলতা। তবে কেটে যাচ্ছে সেই মেঘ। মেসিকে স্প্যানিশ ফুটবলে ফেরাতে ‘সবুজ সংকেত’ দিয়েছে লা লিগা। খবর ফোর্বসের।

দীর্ঘদিন ধরে আর্থিক জটিলতায় ভুগছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মেসিকে ফেরাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেটি। মেসি অবশ্য বেতন কমিয়ে কাতালান ডেরায় ফিরতে রাজী। এরপর বাধা হয়ে দাঁড়ায় লা লিগার ফেয়ার প্লে নীতি। মেসিকে ফেরাতে লা লিগায় নিজেদের পরিকল্পনা জানিয়েছিল কাতালান ক্লাবটি। সেই পরিকল্পনা গ্রহণ করেছে লা লিগা কর্তৃপক্ষ।

ছবি: সংগৃহীত

মেসিকে ন্যু ক্যাম্পে ফেরাতে দলে কাটছাঁট করতে হবে বার্সেলোনাকে। বিক্রি করতে হবে খেলোয়াড়। অ্যান্টনিও গ্রিজম্যানকে চলতি দলবদলে তারা বিক্রি করেছে আতলেতিকো মাদ্রিদের কাছে। বার্সেলোনা থেকে বিদায় নিয়েছেন জর্দি আলবা, সার্জিও বুস্কেটস। মৌসুমের মাঝামাঝি সময়ে বিদায় নিয়েছেন জেরার্ড পিকে। তাতে প্রয়োজনীয় তহবিল পেয়েছে বার্সা।

পাশাপাশি বার্সেলোনা তাদের বাস্কেটবল বিভাগ থেকেও অর্থ সংগ্রহ করবে, যার পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন ইউরো। মেসিকে ফেরাতে যা যথেষ্ট হবে ক্লাবটির। এমনকি ডিফেন্ডার ইনিগো মার্টিনেজকে দলে টানার পাশাপাশি গাভি ও রোনাল্ড আরাউহোর সঙ্গে চুক্তি নিবন্ধন করতে অর্থের জোগান আছে বার্সেলোনার হাতে।

/আরআইএম

Exit mobile version