Site icon Jamuna Television

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উত্তর কোরিয়া সফর বাতিলের ঘোষণা ট্রাম্পের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উত্তর কোরিয়া সফর বাতিলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে শিগগিরই উত্তর কোরিয়ায় কোন মার্কিন প্রতিনিধির সফরের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি। শুক্রবার এক টুইট বার্তায় ট্রাম্প অভিযোগ করেন, পরমাণু কর্মসূচি বন্ধে পিয়ংইয়ং যথেষ্ট পদক্ষেপ নেয়নি।

উত্তর কোরিয়া বিষয়ক বিশেষ দূত স্টিফেন বিয়েগানকে সাথে নিয়ে আগামী সপ্তাহেই পিয়ংইয়ং সফরে যাওয়ার কথা ছিল পম্পেওয়ের।

জুনে ট্রাম্প-কিম বৈঠকের পর, উত্তর কোরিয়া আর পারমাণবিক হুমকি নয় বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তবে এরপর থেকেই পরমাণু নিরস্ত্রীকরণে দেশটি আন্তরিক নয় বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। বরং উত্তর কোরিয়া নতুন করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে এমন দাবি মার্কিন কর্তৃপক্ষের।

Exit mobile version