Site icon Jamuna Television

এবার বেলগোরদের শহর দখলের দাবি ইউক্রেনপন্থী সশস্ত্র গোষ্ঠী আরভিসির

বেলগোরদের একটি শহর দখল করেছে ক্রেমলিন বিরোধী রুশ বাহিনী রাশিয়ান ভলান্টিয়ার কর্পস (আরভিসি)। সোমবার (৬ জুন) প্রকাশিত এক ভিডিও ফুটেজে এমন দাবি করা হয়। খবর রয়টার্সের।

বলা হচ্ছে, নোভায়া তাভোল-ঝাংকা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনপন্থী গোষ্ঠীটি। তাদের সদস্যরা টহল দিচ্ছে শহরে এমন একটি ভিডিও প্রকাশ করা হয়। আরেকটি ফুটেজে গোষ্ঠীটির সামরিকযানের ছবি দেখা যায়।

দখলকৃত শহরটিতে বসবাস করেন ৫ হাজার বাসিন্দা। এমন সময় আরভিসি এ দখলের দাবি করলো, যার একদিন আগেই বেলগোরদে প্রবেশে ইউক্রেনের একটি চেষ্টা নস্যাতের দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অভিযানে ১০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয় বলেও দাবি করা হয়।

এসজেড/

Exit mobile version