Site icon Jamuna Television

মার্কিন প্রেসিডেন্টের দৌড়ে নামলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। রিপাবলিকান প্রার্থিতার জন্য সোমবার (৫ জুন) প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনামলে ঘনিষ্ঠ মিত্র ছিলেন ৬৩ বছর বয়সী পেন্স। তবে ২০২১ সালে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর সাবেক প্রেসিডেন্টের সাথে দূরত্ব তৈরি হয় তার। নির্বাচনে জো বাইডেনের বিজয়কে অস্বীকার ও এ বিষয়ে ব্যবস্থা নিতেও পেন্সকে চাপ দিয়েছিলেন ট্রাম্প। যা নিয়ে দু’জনের সম্পর্কে তৈরি হয় টানাপোড়েন।

আগামী নির্বাচনে দলীয় প্রার্থীতার প্রশ্নে পেন্সের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জরিপে যার অবস্থান শীর্ষে। ট্রাম্পের পর রিপাবলিকান প্রার্থীতার দৌঁড়ে এগিয়ে রাখা হচ্ছে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে। বেশিরভাগ জরিপেই তৃতীয় অবস্থানে ৬৩ বছর বয়সী পেন্সের অবস্থান। সুতরাং তিনি এখন প্রেসিডেন্ট পদের অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী।

এসজেড/

Exit mobile version