Site icon Jamuna Television

নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা পেলেন জেসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ক্রাইস্টচার্চ মসজিদে হামলা পরবর্তী সংকট ও কোভিড নাইনটিন মহামারি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি ‘ডেম’ উপাধি পেয়েছেন। খবর দ্যা গার্ডিয়ানের।

যুক্তরাজ্যের রাজার দেয়া অন্যতম স্বীকৃতি এই ‘ডেম’। সোমবার (৫ জুন) রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে ঘোষণা করা হয় পুরস্কার। মূলত নারীদের দেয়া হয় ‘ডেম’ উপাধি। ব্রিটিশ নাইট উপাধির সমতুল্য হিসেবে বিবেচনা করা হয় এ সম্মাননাকে।

২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেন জেসিন্ডা। ক্রাইস্টচার্চের মসজিদে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর শক্ত হাতে পরিস্থিতি সামলেছেন তিনি। নেতৃত্বের দক্ষতায় তিনি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী।

২০২০ সালে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন কিউই প্রধানমন্ত্রী। তবে চলতি বছরের শুরুতে হঠাৎই  দায়িত্ব থেকে সরে যান আলোচিত এই নেত্রী।

এসজেড/

Exit mobile version