Site icon Jamuna Television

ঘানায় আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কফি আনানের শেষকৃত্য

নিজ দেশ ঘানায় আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সদ্যপ্রয়াত জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের শেষকৃত্য। শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নানা আকুফো আড্ডো।

তিনি বলেন, পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে আন্তর্জাতিক এই ব্যক্তিত্বকে। নোবেলজয়ী কফি আনানের পরিবারের সদস্যদের সাথে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট।

তিনি বলেন, রাজধানী আক্রায় সামরিক সমাধিতে সমাহিত করা হবে তাকে। গেলো ১৮ আগস্ট সুইজারল্যান্ডের একটি হাসপাতালে ৮০ বছর বয়সে মারা যান তিনি। দুই দফায় জাতিসংঘের দায়িত্ব পালনকারী কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা।

Exit mobile version