Site icon Jamuna Television

১০ মিনিটেই শেষ বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচের টিকিট!

ছবি: সংগৃহীত

চলতি জুন মাসে এশিয়া সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সফরের প্রথম ম্যাচে ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে চীনে হয়েছে প্রবল সমালোচনা। তবে প্রথম পর্যায়ে টিকিট ছাড়ার পর সেগুলো শেষ হয়ে গেছে মাত্র ১০ মিনিটেই! খবর টিওয়াইসি স্পোর্টসের।

অনেকেই ধারণা করেছিলেন, বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচটির টিকিট বিক্রিতে বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হবে আয়োজকদের। বাস্তবে দেখা গেলো তার উল্টো চিত্র। প্রথম পর্যায়ে টিকিট ছাড়ার পর সেগুলো শেষ হয়ে গেছে মাত্র ১০ মিনিটেই!

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বেইজিংয়ের স্থানীয় সময় সোমবার (৫ জুন) দুপুর ১টায় টিকিট বিক্রি শুরু হয়েছিল। তবে কী পরিমাণ টিকিট বিক্রি হয়েছে, আয়োজকরা তা জানায়নি। ৬৮ হাজার আসনের স্টেডিয়ামে সবচেয়ে কম দামি টিকেটের মূল্য ছিল ৮২ মার্কিন ডলার। টাকার অংকে যা প্রায় ৯ হাজার টাকা। আর সর্বোচ্চ মূল্য ছিল ৬৭৫ ডলার বা প্রায় ৭৩ হাজার টাকা।

টিকিটের মূল্য বেশি উল্লেখ করে চীনে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা ছিল। তবে এখন এসব টিকিট ২ হাজার ৭৪৩ ডলার বা প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকায় রিসেল হতে পারে বলে ধারণা করছে চীনের গণমাধ্যমে। বৃহস্পতিবার আরও এক দফা টিকিট ছাড়া হবে। ১৫ জুন বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

বেইজিংয়ে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট হস্তান্তরযোগ্য নয়। টিকিটের সঙ্গে ক্রেতার ফটো আইডিও সংযুক্ত করে দেয়া হচ্ছে। এরপরও চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাটে’ সবচেয়ে বেশি দামের টিকিট বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকায় কেনার প্রস্তাব উঠেছে।

এশিয়া সফরে পূর্ণশক্তির দল নিয়েই যাবে আর্জেন্টিনা। যদিও এই দল থেকে বাদ পড়েছেন লাউতারো মার্টিনেজ ও পাওলো দিবালা। সম্প্রতি ইনজুরির কারণে ছিটকে গেছেন গঞ্জালো মন্তিয়েল। তার পরিবর্তে কাউকে দলে নেয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি আলবিসেলেস্তেরা।

/আরআইএম/এম ই

 

Exit mobile version