অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে আগামী বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সব জেলা শহরে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। একইসঙ্গে স্মারকলিপিও দেবেন দলটির নেতারা।
সোমবার (৫ জুন) দলটির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ মঙ্গলবার (৬ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপির এ নেতা বলেন, গ্রামে-গঞ্জে ২৪ ঘণ্টায় ২-১ ঘণ্টা বিদ্যুৎ থাকে। লোডশেডিংয়ে মানুষের ত্রাহি-ত্রাহি অবস্থা। ক্ষমতাসীন সরকার বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিয়ে ফৌজদারী অপরাধ করেছে বলেও মন্তব্য করেন রিজভী।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে জামিনের পরও শ্যোন অ্যারেস্ট দেখানোর নিন্দাও জানান তিনি। বগুড়ায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান বিএনপির এই নেতা।
/এমএন

