জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শুরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন ওরফে রাকিবকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। জানান, গ্রেফতার রাকিবের দুই সহযোগীর একজন জাকারিয়া। তিনি ২০২১ সালে রাকিবের ম্যধামে এই সংগঠনে যোগ দেন। এছাড়া আরেক সহযোগী মামিদ জঙ্গিদের প্রশিক্ষক। তিনি ২০১৮ সালে জঙ্গি সংগঠনটিতে যুক্ত হন।
গতকাল সোমবার রাতে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। একটি সিএনজি থেকে বিদেশি পিস্তল এবং ১২ লাখ ৪০ হাজার টাকাসহ তাদের গ্রেফতার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
/এমএন

