Site icon Jamuna Television

ইসরায়েলি সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনি শিশুর মৃত্যু

গত সপ্তাহে ইসরায়েলি সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিন বছর বয়সী মোহাম্মদ আল তামিমি। খবর রয়টার্সের।

গেলো বৃহস্পতিবার মোহাম্মদকে নিয়ে গাড়ি চালিয়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তার বাবা। পথে ইসরায়েলি সেনারা গুলি ছোড়ে তাদের গাড়ি লক্ষ্য করে। গুরুতর আহত হয় শিশুটি। কাঁধে গুলিবিদ্ধ হয় তার বাবাও। তেল আবিবের দাবি, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল ফিলিস্তিনি সন্ত্রাসীরা। তাদেরই ছোড়া গুলিতে আহত হয় ফিলিস্তিনি শিশু ও বাবা।

তবে তেল আবিবের এমন দাবি প্রত্যাখ্যান করেছে নিহত মোহাম্মদের বাবা। তিনি জানান, দ্বিতীয় কোনো পক্ষের গোলাগুলি হয়নি সেখানে। মোহাম্মদসহ শিশুদের ওপর ইসরায়েলের নৃশংসতার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এটিএম/

Exit mobile version