বিদ্যুৎকেন্দ্র ঘেরাও কর্মসূচি বিএনপির কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি না। সহিংসতা করার জন্যই তারা এমন কর্মসূচি দিয়েছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, এর আগে বিএনপি বিদ্যুৎকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। এবার ঘেরাও কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিদ্যুতের এই অসুবিধা সাময়িক। তা শিগগিরই দূর হবে।
হাছান মাহমুদ আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করার পর থেকে বিএনপির মধ্যে অন্তর জ্বালা শুরু হয়েছে। কারণ, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আন্তর্জাতিক অঙ্গনে কোথাও স্বীকৃতি পায়নি। তাই নির্বাচন বানচাল করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি।
/এমএন

