Site icon Jamuna Television

পিটিআই’র সাবেক নেতাদের নিয়ে নতুন দল গঠিত হচ্ছে পাকিস্তানে

ইমরান খানের দল পিটিআই’র দলত্যাগী নেতাদের একাংশের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে পাকিস্তানে। খবর ওয়াইওন নিউজের

এই রাজনৈতিক দলের নাম হবে ডেমোক্রেটস। দলটির নেতৃত্বে রয়েছেন পাঞ্জাব পিটিআই এবং সাবেক প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী হাশিম দোগার। সহযোগী হিসেবে রয়েছেন সাবেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ড. মুরাদ রাস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিটিআই’র সাবেক অন্তত ৩৫ নেতা-কর্মী যোগ দিয়েছেন দলটিতে।

গেল ৯ মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের ঘটনায় বিক্ষোভ-আন্দোলনে নামে তার দল পিটিআই এর নেতা কর্মীরা। ওই ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো দেশজুড়ে। হামলা হয় সেনানিবাসসহ বিভিন্ন সরকারি স্থাপনায়। ওই ঘটনার পর ধড়পাকর শুরু হয় পিটিআই’র নেতাদের বিরুদ্ধে। চাপের মুখে পদত্যাগ করেন দলটির শতাধিক নেতা।

এটিএম/

Exit mobile version