মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে সরকার ভীত নয়। আওয়ামী লীগ সবসময় সংবিধান, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল; এ কথা বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। আরও বলেন, মার্কিন ভিসানীতি যথাযথভাবে প্রয়োগ হলে বিএনপি নেতাকর্মীরাই বিপাকে পরবে। কেননা, তারা বরাবরই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করছে।
কাঙ্ক্ষিত স্যাংশন না পেয়ে বিএনপি মহাসচিব প্রলাপ বকছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মিলিয়ন-মিলিয়ন ডলার খরচ করে তারা সরকারবিরোধী কুৎসা রটাচ্ছে। জনগণের প্রতি আস্থা না রেখে বিএনপি নেতারা বিদেশি প্রভুদের পদলেহনের মাধ্যমে ক্ষমতায় যেতে মরিয়া। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও ষড়যন্ত্রকারীদের কাছে আত্মসমর্পণ করবে না।
/এমএন

