Site icon Jamuna Television

লেনদেনে অগ্রিম আয় কর প্রত্যাহারের দাবি ঢাকা স্টক এক্সচেঞ্জের

বন্ডের সুদ আয় থেকে কর প্রত্যাহার ও লেনদেনে অগ্রিম আয় কর প্রত্যাহারসহ ৬ দফা দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। মঙ্গলবার (৬ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে ডিএসই’র চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মাদ হাসান বাবু বলেন, প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য নেতিবাচক কিছু নেই। তবে অংশীজনদের প্রত্যাশা পূরণ হয়নি।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাজেট পেশের আগে বেশ কয়েকটি প্রস্তাবনা দেয়া হলেও তা আমলে নেয়া হয়নি। তাই বাজেট পাসের আগেই দ্বৈত কর ও কর্পোরেট করহারের ব্যবধান বাড়ানোর বিষয় বিবেচনায় নেয়া প্রয়োজন।

ডিএসই চেয়ারম্যান বলেন, দীর্ঘ মেয়াদি অর্থায়নের মূল উৎস হতে পারে পুঁজিবাজার। এ জন্য নীতি সহায়তা দরকার। তিনি জানান, বাজারকে গতিশীল করতে ডিএসই তার নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ডিমউচুলাইজেশনের শর্ত পূরণে ডিএসই’র ৩৫ শতাংশ শেয়ার পুঁজিবাজার ছাড়ার উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

এটিএম/

Exit mobile version