আমদানির প্রভাব পড়েছে রাজধানীর পেঁয়াজ বাজারে। দেশি জাতের দামে কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। পাইকাররা বলছেন, রাজধানীতে আমদানি করা পেঁয়াজ আসতে আরও কয়েকদিন সময় লাগবে।
হিলি, ভোমরা, সোনা মসজিদ বন্দর দিয়ে গতকাল সোমবার (৫ জুন) বিকেল থেকেই আমদানি কার্যক্রম শুরু হয়েছে। খামারবাড়ি থেকে আমদানির অনুমতিপত্র নিয়ে অনেক ব্যবসায়ী ঋণপত্র চালু করছে।
আশা করা হচ্ছে, সপ্তাহখানেকের মধ্যে বিপুল পরিমাণ পেঁয়াজ দেশে আসবে। রাজধানীর পাইকাররা জানিয়েছেন, আমদানির খবরে দাম কমতে শুরু করেছে। আরও কমার আশা তাদের।
এদিকে, ক্রেতারা বলছেন, যোগানে সমস্যা না থাকার পরেও সিন্ডিকেট সুযোগ নিয়েছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়ায় ভোক্তাদের অস্বস্তি বেড়েছে।
/এমএন

