Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে আগুনে পুড়ে ছাই গুদাম-কারখানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জে একটি তুলার গুদাম ও প্লাস্টিক কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার পঞ্চসার ভট্টাচার্যেরভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হঠাৎ মোফাজ্জল হোসেনের তুলার গুদামে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের প্লাস্টিকের কারখানায়। এ সময় আশেপাশের লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও এরমধ্যেই মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপণ করে।

প্রতিষ্ঠান দুটির মালিক মোফাজ্জল হোসেন বলেন, দুপুরে বিদ্যুৎ যাওয়ার পর আমরা সবাই বসে ছিলাম। হঠাৎ বিদ্যুৎ আসার মেশিনে হিট দিতে বলি, তখনই দেখি তুলার গোডাউনে আগুন। মালামাল-মেশিনসহ ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হয়নি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইউসুফ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত আগুন নির্বাপণ করায় বড় ধরনের ক্ষতি এড়ানো গিয়েছে।

এএআর/

Exit mobile version