Site icon Jamuna Television

আল ইত্তিহাদের সাথে বেনজেমার ৩ বছরের চুক্তি সম্পন্ন

ছবি: সংগৃহীত

সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি করিম বেনজেমা। আগামী মৌসুম থেকেই শুরু হবে এই চুক্তির মেয়াদ। বার্তা সংস্থা এএফপি ও স্প্যানিশ গণমাধ্যম মার্কায় প্রকাশিত হয়েছে এই খবর।

দলবদল বিষয়ক ইতালির নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানোও নিশ্চিত করেছেন এই চুক্তির বিষয়টি। করিম বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তির মেয়াদ থাকছে ২০২৬ সাল পর্যন্ত। বাণিজ্যিক কিছু চুক্তিসহ বেনজেমার বাৎসরিক পারিশ্রমিক ২০ কোটি ইউরো হতে পারে। অর্থাৎ, তিন মৌসুম থাকলে মোট ৬০ কোটি ইউরো আয় করবেন বেনজেমা।

এবার সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। তবে বেনজেমাকে দলে টানার বিষয়ে ক্লাবটি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর আগে রিয়াল মাদ্রিদে ১৪টি মৌসুম কাটানো বেনজেমা জানান, তিনি রিয়াল মাদ্রিদে আর থাকছেন না। এরপর ক্লাব থেকেও ঘোষণা দেয়া হয়, লস ব্লাঙ্কোসদের ছেড়ে যেতে চাইছেন বলে বেনজেমার সাথে চুক্তির মেয়াদ আর এক বছর বাড়ানো কার্যকর করা হবে না।

/এম ই

Exit mobile version