Site icon Jamuna Television

মানিকগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ফিরোজা বেগম উপজেলার ধল্লা উত্তরপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার স্ত্রী।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, সোমবার (৫ জুন) রাত ৮টার দিকে সিংগাইরের দক্ষিণ ধল্লা গ্রামে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ ফিরোজা বেগমকে গ্রেফতার করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।

এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এএআর/

Exit mobile version