Site icon Jamuna Television

রাসিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ প্রার্থীকে জরিমানা

রাসিক ভবন।

রাজশাহী ব্যুরো:

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ জুন) সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকায় ৯টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে প্রচার প্রচারণায় একাধিক মাইক ব্যবহারের দায়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতিউর রহমানকে ৫০০ টাকা, অনুমোদনহীন শব্দ যন্ত্র ব্যবহারের দায়ে ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রুহুল আমিন ও ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী শিবলী রহমানকে ৫০০ টাকা, মোটরসাইকেল শোভাযাত্রা করার দায়ে ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনিরুল ইসলামকে ৩০০ টাকা এবং রাস্তা বন্ধ করে প্রচারণা চালানোর দায়ে ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জেসমিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী নগরীতে গতকাল সোমবার আমাদের ৯টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এতে ৫ প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের দায়ে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বেশ কিছু প্রার্থীকে সতর্কও করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

এএআর/

Exit mobile version