Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে পিকনিকের বাস খাদে, আহত ৫০

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় অর্ধশতাধিক বাস যাত্রী আহত হয়েছে। শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার হাজিপুর শঠিয়া সিঙ্গারোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি তদন্ত চিত্ত রঞ্জন রায় জানান, ঈদ আনন্দ উদযাপনে দিনাজপুরের স্বপ্নপুরি পিকনিক স্পটে যাওয়া উদ্দ্যেশে শনিবার সকালে উপজেলার শঠিয়া ঈদগাঁ মাঠ থেকে প্রায় সত্তরজন বিভিন্ন বয়সের মানুষ সুরুচি এন্টারপ্রাইজ নামে একটি বাসে চড়ে রওনা দেন। যাত্রাস্থল থেকে কিছু দূর যেতে না যেতেই বাসটি সিঙ্গারোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের প্রায় অর্ধশতাধিক জন যাত্রী আহত হয়।

ঘটনাস্থল থেকে আহতদের স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version