Site icon Jamuna Television

খেরসন অঞ্চলে বাঁধ বিস্ফোরণ, ৮০টি শহর-গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা

খেরসন অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে ৪০ হাজার বাসিন্দাকে সরানো প্রয়োজন। গুরুত্বপূর্ণ বাঁধ বিস্ফোরণে উড়িয়ে দেয়ার পর ৮০টি শহর ও গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। খবর রয়টার্সের।

এ তথ্য জানান খোদ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। বিবৃতি অনুসারে, ইউক্রেনের মালিকানাধীন পশ্চিমাঞ্চলে বিপাকে পড়েছেন ১৭ হাজারের বেশি মানুষ। অন্যদিকে রাশিয়ার দখলকৃত এলাকায় বানভাসী ২৫ হাজার।

ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর জানান, এখন পর্যন্ত হাজারের ওপর বাসিন্দাকে সরানো গেছে নিরাপদ আশ্রয়ে। বাকিদের উদ্ধারে কাজ করছে অর্ধ-শতাধিক বাস। তীব্র পানির তোড়ে ভেসে গেছে ২৪টি ঘরবাড়ি-স্থাপনা। কোনো কোনো এলাকায় ৩৬ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে পানির উচ্চতা। যে কারণে বাঁচানো যায়নি তিন শতাধিক গবাদি পশুকে। শ্বাসরোধ হয়ে আসায়, বহু গ্রামবাসীকে ভর্তি করা হয় হাসপাতালে।

মঙ্গলবার জোরালো বিস্ফোরণে ধ্বংস হয় ‘নোভা কাখোভ-কা’ বাঁধ। ইউক্রেনের অভিযোগ, রাশিয়াই চালিয়েছে ভয়াবহ হামলাটি।

এটিএম/

Exit mobile version