Site icon Jamuna Television

ওয়ারিতে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন; দগ্ধ ৬

রাজধানীর ওয়ারী টিপু সুলতান রোড পুরাতন থানার সামনে রাস্তায় গ্যাস লাইনের অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

মঙ্গলবার (৬ জুন) রাত সোয়া ২টার দিকে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। এ ঘটনায় আহত হয়ে ৬ জন চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।

স্থানীয়রা জানান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-ডিপিডিসির হাইভোল্টেজ পাইপলাইনের কাজ করার সময় গ্যাস লাইনে আগুন লাগে। ডিপিডিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ বাসিন্দাদের।

ঘটনার পর দ্রুত সরিয়ে নেয়া হয় আশপাশের ভবনে থাকা লোকজনকে। আগুনের ঘটনায় আহত হয়েছেন ৬ জন, যাদের একজনের দেহের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

ভোর সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। গ্যাসের চাপ বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ব্যাপারে ঢাকা ফায়ার সার্ভিসের পরিচালক দিনমনি শর্মা বলেন, আমরা দেখতে পেয়েছি এখানে ২৫ ফুটের বেশি উঁচু গ্যাসের ফ্লেম। আমরা এখানে ৬টা ইউনিট কাজ শুরু করি। গ্যাস সরবরাহ প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি। উনাদের গ্যসের বাল্ব বন্ধ করার জন্য বলি। কিন্তু এখনও গ্যাসের লাইনটা বন্ধ হয়নি। জিজ্ঞেস করলে তারা জানায়, লাইনে কিছু গ্যাস রয়ে যাওয়ায় এমন হয়েছে।

গ্যাসের লিকেজ পুরোপুরি বন্ধ না হওয়ায় এখনও রয়ে গেছে অগ্নিকাণ্ডের ঝুঁকি।

এটিএম/

Exit mobile version