Site icon Jamuna Television

ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঐতিহাসিক ছয়দফা দিবস আজ। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৭ জুন) সকাল ৭টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে ব্ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকারপ্রধান। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নিরবতা পালন করেন। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক সঙ্কট নিরসনে বিএনপির সাথে আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সংকটের সমাধান একমাত্র সংবিধান। এক্ষেত্রে বাইরের কারও হস্তক্ষেপ দরকার নেই। যারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, তাদের সাথে কী আলোচনা করবো এমন প্রশ্নও করেন ওবায়দুল কাদের।

এটিএম/

Exit mobile version