২০২৪ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। বিশ্ব অর্থনীতি সংক্রান্ত নতুন এ তথ্য গতকাল মঙ্গলবার (৬ জুন) প্রকাশ করা হয়। খবর আল জাজিরার।
নতুন প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর ২ দশমিক ৪ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। গত জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী যা ২ দশমিক ৭ শতাংশ হবে বলা হয়েছিল। তবে চলতি বছর বৈশ্বিক প্রকৃত জিডিপি বাড়বে ২ দশমিক ১ শতাংশ। যা ১ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছিল।
আরও বলা হয়, সুদের হার বৃদ্ধি ও ঋণ গ্রহণে কঠোর শর্ত আরোপের প্রভাব পড়বে আগামী বছরের প্রবৃদ্ধিতে। যার ফলে উন্নয়নশীল দেশগুলোর দুই-তৃতীয়াংশতেই আগের বছরের তুলনায় কমবে প্রবৃদ্ধির হার। আর ২০২৫ সালে আবারও বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাবে বলে প্রত্যাশা করছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের ডেপুটি চিফ ইকোনমিস্ট আইহান কোস বলেন, বিশ্বের ৭০ শতাংশ দেশে গত বছরের তুলনায় চলতি বছর প্রবৃদ্ধির হার কম দেখা যাবে। ২০২৪ সালের শেষেও উন্নয়নশীল ৩০ শতাংশ দেশে মাথাপিছু আয় মহামারি শুরুর আগের তুলনায় কম থাকবে। যার প্রভাব দেখা যাবে বিশ্বের সামগ্রিক প্রবৃদ্ধিতে।
/এমএন

