প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বে প্রথম বৈঠক করলো তুরস্কের নবগঠিত মন্ত্রিসভা। মঙ্গলবার (৫ জুন) দেশটির রাজধানী আঙ্কারায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের।
মন্ত্রিপরিষদের সদস্যরা প্রথমেই আধুনিক তুরস্কের জনক হিসেবে পরিচিত কামাল আতাতুর্কের সমাধিস্থলে যায়। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এরদোগান। এরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক।
এদিন, সাবেক প্রেসিডেন্সিয়াল মুখপাত্র ইব্রাহিম কালিনকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। তাছাড়া চিফ অব জেনারেল স্টাফ এবং প্রধান নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাসহ বেশকিছু শীর্ষ পদে নতুন নিয়োগ দেন প্রেসিডেন্ট।
গেলো শনিবার (৩ জুন) তৃতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিসেপ তাইয়েপ এরদোগান। ঘোষণা করেন ১৮ সদস্যের মন্ত্রিসভা। যার মধ্যে শুধু দুই জনই পুরাতন সদস্য।
/এমএন

