Site icon Jamuna Television

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর পেরিয়েছে ৫ দিন, এখনও অজ্ঞাত ৮৩ মরদেহ

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

ভারতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার পাঁচদিন পেরোলেও পরিচয় জানা যায়নি এ দুর্ঘটনায় নিহত ৮৩ জনের। এর জেরে, প্রশাসনের দীর্ঘসূত্রতায় স্বজনদের মধ্যে বাড়ছে ক্ষোভ-হতাশা। খবর দ্য হানস ইন্ডিয়ার।

ভুবনেশ্বর এআইআইএমএস হাসপাতালের মর্গে রাখা হয়েছিলো ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭০ জনের মরদেহ। ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হলে অনেকের দেহাবশেষ হস্তান্তর করা হয় পরিবারকে। কিন্তু, মর্গে প্রতিদিন বাড়ছে নতুন মৃতদেহের চাপ। তাই, বাধ্য হয়েই হিমায়িত গাড়িতে সরানো হয় কিছু লাশ।

দ্রুত আত্মীয়-স্বজনদের এসে পরিচয় নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক। তিনি বলেন, সময় যতো গড়াচ্ছে গরমে নষ্ট হয়ে যাচ্ছে মরদেহ; ছড়াচ্ছে দুর্গন্ধ। দ্রুত সৎকার করা প্রয়োজন এসব লাশ।

প্রসঙ্গত, গত শুক্রবার ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে তিনটি ট্রেন। এতে, প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জনে। আহত হয়েছেন অন্তত ৯ শতাধিক মানুষ।

/এসএইচ

Exit mobile version