৬ বিভাগে তারুণ্যের সমাবেশের দিন একইস্থানে যুবলীগের কর্মসূচি ঘোষণাকে উসকানিমূলক বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (৭ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সরকারের শুভবুদ্ধির উদয় হবে আশা প্রকাশ করে যুবদল সভাপতি বলেন, শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে তারিখ পুনঃনির্ধারন করা হয়েছে।
সুলতান সালাউদ্দিন টুকু জানান, আগামী ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট, ১৭ জুলাই খুলনা এবং সবশেষে ২২ জুলাই ঢাকায় এই সমাবেশ করবে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এই তারিখ কোনো অবস্থায় পরিবর্তন করা হবে না বলেও জানান নেতারা।
/এমএন

