Site icon Jamuna Television

আগামী বছরের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্বব্যাংক

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

২০২৪ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্বব্যাংক। মঙ্গলবার (৬ জুন) প্রকাশ করা হয় বিশ্ব অর্থনীতি সংক্রান্ত নতুন তথ্য। খবর আলজাজিরার।

নতুন প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর ২ দশমিক ৪ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। এর আগে, গত জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী যা, ২ দশমিক ৭ শতাংশ হবে বলা হয়েছিল। তবে চলতি বছর বৈশ্বিক প্রকৃত জিডিপি বাড়বে ২ দশমিক ১ শতাংশ। যা ১ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, সুদের হার বৃদ্ধি ও ঋণ গ্রহণে কঠোর শর্ত আরোপের প্রভাব পড়বে আগামী বছরের প্রবৃদ্ধিতে। যার ফলে উন্নয়নশীল দেশগুলোর দুই-তৃতীয়াংশতেই আগের বছরের তুলনায় কমবে প্রবৃদ্ধির হার। বিশ্বব্যাংকের প্রত্যাশা, ২০২৫ সালে আবারও ৩ শতাংশে পৌঁছাবে বৈশ্বিক প্রবৃদ্ধি।

/এসএইচ

Exit mobile version