Site icon Jamuna Television

লঙ্কান বোলারদের তোপে ১১৬ রানে গুটিয়ে গেলো আফগানিস্তান

ছবি: সংগৃহীত

সিরিজের শেষ ম্যাচে লঙ্কান বোলারদের তোপে মাত্র ২২.২ ওভারেই অলআউট আফগানিস্তান, মাত্র ১১৬ তুলতেই গুটিয়ে যায় হাসমাতুল্লাহ শহিদির দলের ইনিংস। দলের কোনো ব্যাটারেরই নেই ফিফটির ইনিংস। সর্বোচ্চ ২৩ রান এসেছ অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ নবির ব্যাট থেকে; শ্রীলঙ্কার হয়ে দুশমন্থ চামিরা নিয়েছেন ৬৩ রানে ৪ উইকেট, মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে হাম্বানটোটায় টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেননি দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। ব্যক্তিগত ৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন গুরবাজ। তিনে এসে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেছিলেন রহমত শাহ। কিন্তু তিনিও পারেননি, থেমেছেন মাত্র ৭ রানে। শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি ইবরাহিমও, ২১ বলে ২২ রান করেই প্যাভিলিয়নে ফিরেছেন কুমারার বলে বোল্ড হয়ে।

ছবি: সংগৃহীত

এরপর উইকেটে এসে টিকতে পারেননি অধিনায়ক হাসমাতুল্লাহ শহিদিও। তার ব্যাট থেকে আসে ৩ বলে মাত্র ৪ রান। দলের বিপর্যয় সামাল দেয়ার দায়িত্ব তখন নবির কাঁধে। আফগান ইনিংসের সর্বোচ্চ ২৩ রান আসে এই অলরাউন্ডারের ব্যাট থেকে। এরপর শেষের দিকের ব্যাটারদের নিয়ে চেষ্টা করেছিলেন গুলবাদিন নাইব। কিন্তু তিনি ২১ বলে ২০ রান করে আউট হলে বড় সংগ্রহের আশা শেষ হয় আফগানদের।

/আরআইএম

Exit mobile version