Site icon Jamuna Television

অবশেষে সৌদিতে আবারও দূতাবাস খুললো ইরান

দীর্ঘ সাত বছর পর আবারও সৌদি আরবে দূতাবাস খুললো ইরান। মঙ্গলবার (৬ জুন) আনুষ্ঠানিকভাবে রিয়াদে দূতাবাস উদ্বোধন করা হয়। খবর বিবিসির।

এ সময় উপস্থিত ছিলেন ইরানের নবনিযুক্ত বেশকয়েকজন কূটনীতিক। নানা বিরোধের কারণে ৭ বছর ধরে ছিন্ন ছিল দু’দেশের কূটনৈতিক সম্পর্ক।

গেলো মার্চে চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপনে একমত হয় রিয়াদ ও তেহরান। দেশ দু’টি বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে গোটা মধ্যপ্রাচ্যেই। বরাবরই আঞ্চলিক সংঘাতে পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশ দু’টি।

আশা করা হচ্ছে, তেহরান-রিয়াদ সম্পর্কোন্নয়ন মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে বড় ভূমিকা রাখবে। তবে, সৌদি কবে তেহরানে দূতাবাস খুলবে সে বিষয়ে দেশটির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

এটিএম/

Exit mobile version