Site icon Jamuna Television

এক মাস পর মুক্তি পেলেন পিটিআই এর ভাইস চেয়ারম্যান

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

এক মাস কারাভোগের পর মুক্তি পেলেন পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি। মঙ্গলবার (৬ জুন) লাহোর হাইকোর্ট তার মুক্তি মঞ্জুর করেন। খবর জিও নিউজের।

এদিন, জেল থেকে মুক্তির পরপরই ইমরান খানের সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন কুরেশি। বুধবার (৭ জুন) জামান পার্কের বাসভবনে ইমরানের সাথে বৈঠকে বসার কথা তার। এ সময় গ্রেফতারকৃত বাকি নেতাকর্মীদেরও মুক্তির দাবিও জানান তিনি।

পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, কুরেশী বর্তমানে ইমরান খানের ‘সেকেন্ড ইন কমান্ড’। সম্প্রতি নিজের অবর্তমানে দলের উত্তরাধীকার হিসেবেও কুরেশির নাম ঘোষণা করেন পিটিআই প্রধান।

প্রসঙ্গত, গত ৯ মে দাঙ্গার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় কুরেশিকে।

/এসএইচ

Exit mobile version