পর্চা অনুযায়ী সীমানা নির্ধারণ করে পুরান ঢাকার ডিআইটি পুকুর দখলমুক্ত করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা বলেছেন।
বুধবার (৭ জুন) সকালে রাজধানীর মোহাম্মদ হানিফ উড়াল সেতুর নীচের সৌন্দর্যবর্ধন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। আরও বলেন, কীভাবে পরিবেশের উন্নয়ন করা যায়, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। মেয়র হানিফ উড়াল সেতুকে ৮ ভাগে ভাগ করা হয়েছে। যার ২টি অংশ আজকে পরিদর্শন করা হয়েছে। এখানে এলাকাবাসীর চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মেয়র তাপস আরও বলেন, পুরো এলাকার চিত্র পরিবর্তন করে নান্দনিক পরিবেশ তৈরি করা হবে। এডিশ মশা নিয়ন্ত্রণে এ সময় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র।
/এমএন

