Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি; আরও ২ দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

রাজধানীর চকবাজার থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বুধবার (৭ জুন) চাঁদকে আদালতে হাজির করা হয়। শুনানিতে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর হাইস্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছিলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এ নিয়ে মামলা হলে ২৫ মে রাজশাহী পুলিশ তাকে গ্রেফতার করে। পরে দুই দফায় তাকে ৮ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।

বিএনপি নেতা চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার ঘটনার পর থেকেই দেশজুড়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তীব্র প্রতিক্রিয়া দেখান। তাকে দ্রুত গ্রেফতারের দাবিও ওঠে। কয়েক জেলায় তার বিরুদ্ধে মামলাও করেন আওয়ামী লীগ নেতারা।

/এম ই

Exit mobile version