দেশের বেসরকারি হাসপাতালে ৭০ ভাগ মায়ের প্রসব হচ্ছে সিজারিয়ানে, যা আশঙ্কাজনক। সিজারের সংখ্যা কমিয়ে স্বাভাবিক প্রসবের হার বাড়াতে সরকার কাজ করছে।
বুধবার (৭ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্যা রিপোর্টার্স’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠার পর তাকে পরবর্তী নিয়োগ কমিটিতে রাখা হয়নি। অভিযোগ ক্ষতিয়ে দেখতে মন্ত্রণালয় সচেষ্ট। অনেক আকাঙ্খার প্রতিষ্ঠানে অনিয়ম কিছু হোক তা চায় না সরকার।
নাগরিকদের স্বাস্থ্য কার্ড ইস্যুতে জাহিদ মালেক বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হেলথ কার্ডের বিষয়টি একনেকে ঝুলে আছে। পাশ হলেই এর কার্যক্রম শুরু হবে।
/এমএন

