নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংলাপ ডাকা হয়নি। সংবিধান অনুযায়ী ভোট হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।
বুধবার (৭ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬ দফা দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। গতকাল মঙ্গলবার (৬ জুন) দেয়া এক বক্তব্যের ব্যাখ্যা হিসেবে তিনি এ মন্তব্য করেন।
আমির হোসেন আমু বলেন, সব দলকে সংবিধান মেনেই নির্বাচনে আসতে হবে। ভোটের মাধ্যমে কারা সরকারে থাকবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। এর ব্যত্যয় হওয়ার সুযোগ নেই।
/এমএন

