Site icon Jamuna Television

গুলশানের বাড়িতে জগলুল ওয়াহিদের মেয়েরাই থাকবে, হাইকোর্টের রায়

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই জগলুল ওয়াহিদের গুলশানের বাড়িতে তার মেয়েরাই থাকবে। উচ্চ আদালত এমন রায় দিয়ে ভারতীয় নাগরিক আঞ্জু কাপুরের সঙ্গে জগলুল ওয়াহিদের দ্বিতীয় বিয়ে অবৈধ ঘোষণা করেছেন। ফলে মুসলিম আইন অনুযায়ী, বাড়িটির উইলের আইনগত ভিত্তিও রইলো না।

বুধবার (৭ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করেছেন।

জগলুলের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুর জগলুলের আগের সংসারের দুই মেয়েকে বাড়িতে উঠতে দিচ্ছিলেন না। গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন নজরে নিয়ে হাইকোর্ট স্ব-প্রণোদিত আদেশ দেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে কয়েক দফায় শুনানি হয়। সেই সাথে, ভারতীয় নাগরিক ও হিন্দু ধর্মাবলম্বী আঞ্জু কাপুরের সঙ্গে জগলুল ওয়াহিদের বিয়ে ও বাড়ি উইল করা নিয়ে সুপ্রিম কোর্ট চারজন অ্যামিকাস কিউরির অভিমত শোনেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ মুসাননা চৌধুরী বলেন, আদালত পর্যবেক্ষণ করে রায়ে বলেছেন যে স্পেশাল বিয়ের প্রশ্ন এসেছে, সেটি অবৈধ।

/এম ই

Exit mobile version