Site icon Jamuna Television

ফতুল্লায় মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ভোলাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছালেহা বেগম (৭০) ও তার ছেলে আবদুর রহিম (২৯)।

ছালেহার ছোট ছেলে আব্দুল জব্বার জানান, সন্ধ্যায় টিনের চালার সঙ্গে জিআই তার বাঁধার সময় তার বোন মালেকা বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে তারা দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে তাদের দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ নিশ্চিত করেছেন।

এএআর/

Exit mobile version