সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার পৌরসভা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে এ আগুন লাগে। এতে ভবনের দ্বিতীয় তলার পাঁচটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো আগুনের ধোয়া রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এএআর/

