ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। আর তাতেই ৪৩ বছর পর কোনো মেজর শিরোপা জয়ের আক্ষেপ ঘুচলো ইংলিশ ক্লাবটির।
প্রাগে ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির পর বেনরামার স্পটকিক গোলে ডেডলক ভাঙে ওয়েস্টহ্যাম। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইংলিশ ক্লাবটি। মিনিট পাঁচেকের মধ্যে বোনাবেনচুরার গোলে সমতায় ফেরে ফিওরেন্তিনা।
ম্যাচ যখন অতিরক্তি সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই বোয়েনের নাটকীয় গোলে শিরোপা জয়ের পথে এগিয়ে যায় ওয়েস্টহ্যাম। এর আগে ১৯৮০ সালে এফএ কাপে নিজেদের সবশেষ মেজর কোনো ট্রফি জেতে ক্লাবটি। এবার ১৪ নম্বরে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করা ডেভিড ময়েসের শিষ্যরা বাজিমাত করলো ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জেতে।
/এমএন

