ইউক্রেনের ধ্বংস হওয়া ‘নোভা-কাখোভ-কা বাঁধ’ সংলগ্ন এলাকায় ভেসে উঠছে ঝাঁকে ঝাঁকে মৃত মাছ। স্থানীয়রা বলছেন, জলাধারের পানি শূন্য হয়ে যাওয়ায় মাছগুলো মারা যায়। খবর রয়টার্সের।
৮৩২ বর্গমাইল এলাকাজুড়ে তৈরি বাঁধটি সংলগ্ন জলাধারে আটকে রাখা হতো ১৮ কিউবিক কিলোমিটার পানি। যা যুক্তরাষ্ট্রের ইউটাহর গ্রেট সল্ট লেকের প্রায় সমপরিমাণ। বিস্ফোরণে বাঁধটি ধ্বংসের পর রাতারাতি খালি হয়ে যায় জলাধারটি। পানির দিকে সরে যেতে না পারায় মৃত্যু হয় মাছগুলোর।
পরিবেশবিদরা বলছেন, মারাত্মক বাধাগ্রস্ত ওই অঞ্চলের বাস্তুসংস্থান প্রক্রিয়া। গত মঙ্গলবার (৬ জুন) ইউক্রেনের দক্ষিণে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে জোরালো বিস্ফোরণে ধ্বংস হয় সোভিয়েত আমলে নির্মিত গুরুত্বপূর্ণ নোভা কাখোভ-কা বাঁধ। এতে তলিয়ে যায় আশপাশের বিস্তীর্ণ এলাকা। হামলার জন্য পরস্পরকে দোষারোপ করছে রাশিয়া-ইউক্রেন।
/এমএন

