Site icon Jamuna Television

আবারও বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা

আবারও বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হলো অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। বুধবার (৭ মে) রাজধানী কলম্বোয় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। খবর রয়টার্সের।

ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে বুধবার বিশাল মিছিলে অংশ নেয় হাজারো মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে শ্লোগান দেয় তারা। দাবি জানায়, জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির। রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতেও আওয়াজ তোলে ছাত্ররা। বিক্ষোভ দমনে শুরু থেকেই মারমুখি ছিল নিরাপত্তা বাহিনী। আন্দোলন ঠেকাতে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ। বিক্ষোভকারীদের হঠাতে ব্যবহার করা হয় টিয়ার গ্যাস ও জলকামান।

১৯৪৮ সালের স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে পাওয়া ২ দশমিক ৯ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে সংকট মোকাবেলার চেষ্টা করে যাচ্ছে দেশটি।

এটিএম/

Exit mobile version